খেলা

ক্রিকেটারদের প্রাইজমানি না দেয়ার ব্যাখ্যা দিল বিসিবি

গত বছরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি এখনও পায়নি বাংলাদেশের ক্রিকেটাররা। মঙ্গলবার (১৩ আগস্ট) কোয়াব-এর সাধারণ সম্পাদক দেবব্রত পাল অভিযোগ তোলেন, ক্রিকেটারদের এখনো ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিসিবি।

আইসিসির চুক্তি অনুযায়ী, ৫০ দিনের মধ্যে প্রাইজমানি দেয়ার নিয়ম রয়েছে। গত নভেম্বরে শেষ হওয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ ইউএস ডলার ও গ্রুপ পর্বে দুই ম্যাচ জেতার জন্য ৪০ হাজার করে আরও ৮০ হাজার ইউএস ডলার, সবমিলিয়ে ১ লাখ ৮০ হাজার ইউএস ডলার পাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু বিশ্বকাপের প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও সে অর্থ পায়নি ক্রিকেটাররা- এমন অভিযোগ ছিল দেবব্রত পালের।

তবে বিসিবি এই অভিযোগ প্রত্যাহার করে। তারা এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘বিসিবি স্পষ্ট করতে চায় য, ইচ্ছাকৃত বা বোর্ডের অবহেলার কারণে (প্রাইজমানি দিতে) বিলম্ব হচ্ছে, বিষয়টি এমন নয়। মূলত ক্রিকেট বিশ্বকাপের মতো আন্তর্জাতিক বড় ইভেন্ট শেষ হওয়ার পর আইসিসির কাছ থেকে সে টাকা পেতে কয়েক মাস লেগে যায়।’


বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ শেষ হয়েছে নভেম্বরে। এরপর বিসিবি দ্রুতই আইসিসির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। তবে কর সংক্রান্ত ও অন্যান্য সমস্যার কারণে টাকা বিতরণ প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। এ ধরনের প্রশাসনিক বাধা যে শুধু বিসিবির জন্য, এমন নয়। অন্য অংশগ্রহণকারী দেশগুলোও এটির সম্মুখীন হয়েছে।’

এদিকে বিসিবি এটাও জানিয়েছে, সকল আনুষ্ঠানিকতা আপাতত শেষ। কয়েক সপ্তাহের মধ্যে প্রাইজমানি পাওয়ার আশা করছে তারা।

Related Articles

Leave a Reply

Back to top button