জাতীয়
‘ক্রাশের পর সব অন্ধকার হয়ে যায়, কান হয়ে যায় স্তব্ধ’

বিমান দুর্ঘটনার সময় বন্ধুদের নিয়ে ক্যান্টিনে ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. ছিয়াম হাসান।
সোমবার (২১ জুলাই) বিকেলে দুর্ঘটনার সেই চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘প্লেন যখন ক্রাশ করে তখন পুরো জায়গা অন্ধকার হয়ে যায়। কিছুই দেখতে পাচ্ছিলাম না, কান স্তব্ধ হয়ে যায়।’
এই শিক্ষার্থী বলেন, ‘যে ভবনে ছোট বাচ্চাদের ক্লাস হয়, সেই ভবনের সামনে বিমানটা পড়ে। এরপরই আগুন ধরে যায়। ছোট ছোট বাচ্চারা, শিক্ষকরা আহত হয়েছেন।’
তিনি বলেন, ‘দুর্ঘটনার সময় আমি ক্যান্টিনে ছিলাম। পরীক্ষা শেষ করে বন্ধুরা মিলে আমরা ক্যান্টিনে আসছি, এরপরেই এ ঘটনা ঘটে। একেবারে আজানের সময় প্লেন ক্রাশ হয়। ইন্টার ফার্স্ট ইয়ারের আমার তিনটা ভাই আহত হয়েছে।’


