অপরাধ-আদালত
ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের জামিন শুনানি আজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় দণ্ডপ্রাপ্ত অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের জামিন আবেদনের ওপর শুনানি আজ।
বুধবার (৫ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি হবে।
এর আগে গতকাল মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেম্বার জজ আদালতে বুধবার সেলিম প্রধানের জামিন আবেদনের ওপর শুনানি হবে। আমরা তার জামিনের বিরোধিতা করব।
গত সোমবার (৩ জুলাই) সেলিম প্রধান জামিন আবেদন করেন।
সেলিম প্রধানের আইনজীবী বলেন, সম্প্রতি বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে সেলিম প্রধানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। কিন্তু হাইকোর্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এখন আমরা আপিল বিভাগের চেম্বার আদালতে সেলিম প্রধানের জামিন চেয়ে আবেদন করেছি। আগামী ৫ জুলাই চেম্বার আদালতে এই জামিন আবেদনের ওপর শুনানি হবে।
গত ৩০ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানকে ৮ বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকার বিশেষ আদালত ৮-এর বিচারক বদরুল আলম ভূঁঞা এই রায় দেন।