ক্যাসিনো কাণ্ড: ৭০ হাজার টাকা পেতেন মোহামেডানের লোকমান।

এক সময়ের বিএনপির কেন্দ্রীয় নেতা মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনোর জন্য ক্লাবটি ভাড়া দিয়েছিলেন। র্যাবের কাছে ধরা পড়ার পর তিনি স্বীকার করেছেন, কাউন্সিলর মমিনুল হক সাঈদ ক্যাসিনো চালাতো, তিনি প্রতিদিন পেতেন ৭০ হাজার টাকা। র্যাব জানিয়েছে, অস্ট্রেলিয়ার এএনজেড এবং কমনওয়েলথ ব্যাংকে লোকমানের ৪১ কোটি টাকা জামা আছে।
ক্যাসিনো কাণ্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমানকে বুধবার সন্ধ্যায় মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র্যাব। জব্দ করা হয় বিদেশী মদ।
আজ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মোহামেডান ক্লাবের পরিচালনা কমিটি রেজ্যুলেশন করে কাউন্সিলর সাঈদকে কক্ষ ভাড়া দেন লোকমান। সেই কক্ষে বসতো জুয়ার আসর।
আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগ সাঈদ ক্যাসিনো-বাণিজ্যের মূল হোতাদের একজন। চাঁদাবাজি, টেন্ডারবাজি বাড়িদখলসহ অভিযোগের অন্ত নেই তার বিরুদ্ধে।
লোকমান হোসেন ভূঁইয়া বিএনপির কেন্দ্রীয় সদস্য ছিলেন। আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
মোহামেডান ক্লাবে ক্যাসিনো ব্যবসার সাথে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।