জাতীয়

ক্যাসিনো আমদানিকারকদেরও আইনের আওতায় আনতে হবে: তথ্যমন্ত্রী

ক্যাসিনো পরিচালনাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাসিনো সংস্কৃতি আমদানিকারকদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা-মাশায়েখদের সমাবেশে তিনি বলেন, মদ ও জুয়া ইসলামে হারাম। তথ্যমন্ত্রী আরো বলেন, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দেশে ক্যাসিনো সংস্কৃতি চালু করা বিএনপির তিন নেতার বিরুদ্ধে দলটি কোন ব্যাবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, ওই তিন নেতার বিরুদ্ধে কোন ব্যাস্থা না নিয়ে দলটির মহাসচিবের বড় কথা বলা মানায় না। হাছান মাহমুদ বলেন, দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রনে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button