সাহিত্য ও বিনোদন

ক্যাসিনোতে বুবলী!

ঢাকাই ছবির মিষ্টি মেয়ে বুবলীর ক্যাসিনোতে কি? ক্যাসিনোর সাথে তার লেনাদেনাই বা কি? আছেতো বটেই। তা না হলে কি এতো আলোচনা ?
গেল দুই দিন আউটডোর করে আজই এফডিসিতে প্রথম সেট পড়লো সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’র। এই ক্যাসিনোতেই আছেন বুবলী।
যেন ঘড়ির কাঁটা ধরেই হাজির সিনেমার নায়িকা। সাত সকালে সেটে এলেন শবনম ইয়াসমীন বুবলী। ঠোঁটের কোনে মিষ্টি হাসি রেখে শুভেচ্ছা বিনিময়টা সারলেন। একটু সময় চেয়ে নিয়ে ঢুকে পড়লেন গ্রিন রুমে।
বিশাল সেটে ঘুরতে ঘুরতেই আড্ডা হচ্ছিল পরিচালক সৈকত নাসিরের সাথে। এই প্রথম বুবলী কাজ করছেন তার ছবিতে। বললেন, ছবির গল্পটা নিয়ে দীর্ঘ আড্ডা হয়েছে তাদের। সেই ক্যসিনোতেই ‘সৈকত-বুবলী-নীরব’ ত্রয়ীর।
এবার নায়িকার সাথে মুখোমুখি। গ্রিন রুমে তখন অপরূপ স্নিগ্ধতা। সেই স্নিগ্ধতা মুখর করে আলাপের শুরুতেই এলো বুবলীর মাঝের চুপকথা ঘিরে। সরাসরি বলে দিলেন, ‘আমি বরাবরই প্রচার বিমুখ। কিছু নিয়ে খুব হৈ চৈ করা কিংবা ফোকাস থাকা আমার হয় না। তার মানে এটাও নয় যে, আমি ইচ্ছে করে কাউকে এভয়েড করছি। আমি এরকমই।’


বুবলী যোগ করলেন‘ এটা তেমন কোন ব্রেক না। মাত্র কিছুদিন। কোরবানী ঈদেই তো আমার ছবি মুক্তি পেল। কিছুদিন আগেই শুটিং করেছি। যেহেতু রিসেন্ট কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল, সেজন্য একটু প্রস্তুতি। নিজেকে সময় দেয়া। আম্মুও একটু অসুস্থ ছিল। সব কিছু মিলিয়ে ব্রেক ঠিক বলব না। বলব, নিজের মতো করে সময় কাটানো’।
প্রসঙ্গ বদলে আমরা বুবলীর বর্তমান মুখরতা নিয়ে মুখর হলাম। মানে তার নতুন ছবি ক্যাসিনো ঘিরে! দুই আড়াই মাস আগেই নাকি সবকিছু ঠিকঠাক হয়। বুবলী বলছেন, ‘সৈকত ভাই, নীরব ভাই সবাই ফাইনালি কন্টাক্ট করে বলল, আমরা বসি। সবাই মিলে গল্পটা শেয়ার করি। তাদের একটা প্ল্যানিং ছিল। আর আমার কথা যদি বলি, আমি সবসময় বলে আসছি, ভালো ছবিতে আমি কাজ করতে চাই। আমার কাজের সংখ্যাও খুব কম। তাই অপেক্ষা করি, ভালো প্রজেক্টের। কারণ, আমাকে দর্শক অল্প সময়েও যে ভালোবাসা দিয়েছে তাদের জন্য আমার ভালো কিছু করার দায়বদ্ধতা আছে। মাঝে অনেকগুলো প্রজেক্টও এসেছিল। অনেকেই যোগাযোগ করেছেন। তবে ব্যাটে বলে মিলছিল না। তো এই প্রজেক্টে আমরা সবাই যখন একাসাথে হলাম, গল্পটা শুনলাম, প্ল্যানিংটা সবাই শেয়ার করলাম, প্রেজেন্টেশান থেকে শুরু করে সবকিছু ভালো লাগলো, তখন মনে হলো দর্শক পছন্দ করবে ছবিটা। আর দর্শকের জন্যই তো আমি!’


একটা ছবির গল্প প্লাস ডিরেক্টর-এই দুইটা আমার কাছে গুরুত্বপূর্ণ, জানালেন বুবলী । ক্যাসিনোর ক্ষেত্রেও তাই হয়েছে। সৈকত নাসির এই জেনারেশনের নির্ভরযোগ্য একজন পরিচালক। তাঁর পরিকল্পনা শোনার পর আমার মনে হয়েছে, সময়ের সাথে দর্শকের প্রত্যাশার সিনেমা হবে ‘ক্যাসিনো’।
এই সময়ের আলোচিত শব্দ ‘ক্যাসিনো’ নিয়ে চলচ্চিত্র! বুবলী বলছেন, ‘টু বি অনেস্ট, শব্দটা কানেক্টিং। পুরো পৃথিবীর মানুষই বুঝবে। আর ছবিতে আমার রোলটা একটু সারপ্রাইজই থাকুক। বড় পর্দার স্টোরি দর্শক একটু কষ্ট করেই দেখুক না!’ কাহিনীটাও বলতে চাইলেন না ক্যাসিনোর বুবলী।
প্রসঙ্গ আবার বদলালাম। সরাসরিই জানতে চাইলাম, শাকিব-বুবলী জুটি ভাঙ্গলো কেন? কোন ছন্দপতন?
সময় নিলেন বুবলী। সফট ড্রিংকসে চুমুক দিয়ে বললেন ‘আমরা ইন্ড্রাস্ট্রিতে সবাই কাজ করছি। চাইছি ভালো কিছু কাজ হোক। আমার জায়গা থেকে যদি বলি, এজ এন আর্টিস্ট কোন ছন্দপতন হয় নি। কাজের ক্ষেত্রটা হয়তো বদলেছে। সে জায়গা থেকে এজ আ হিরো শাকিব অন্য একট্রেসদের সাথে অভিনয় করছেন। কোন ভালো প্রজেক্ট পেলে আমিও করছি। সামনেও করব। আমার গল্পটা আমাকে প্রেফার করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। সেটা হলে শাকিব খানের সাথেও অভিনয় করব। তবে শাকিব অনেক বড় মাপের শিল্পী্। অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে ।
বুঝলাম, কুশলী উত্তর। তবে বুবলী কথা দিলেন, আর একদিন সময় নিয়ে আরো কথা বলবেন। আপাতত নতুন বছরের দিকে তাঁকিয়ে এই ঢালিউড অভিনেত্রী। সালটাই তার কাছে মজার। টুয়েন্টি টুয়েন্টি। তাই ভালো একটা বছরের প্রতীক্ষায় বুবলী।

Related Articles

Leave a Reply

Back to top button