জাতীয়

ক্যাপ্টেন নওশাদের মরদেহ আসছে বৃহস্পতিবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। জানান, সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের অনলাইন বুকিং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন।

এর আগে সোমবার (৩০ আগস্ট) ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যাপ্টেন নওশাদ।

২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফেরার সময় মধ্য আকাশে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button