আন্তর্জাতিক

কোরনা মোকাবিলায় বাংলাদেশকে আবারও জরুরি ঋন সহায়তা দিবে জাপান।

আহম্মেদ মুন্নিঃ করোনা মোকাবিলায় জরুরি ঋণ সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার (৩৫ বিলিয়ন ইয়েন) সহায়তা দেবে জাপান।

বুধবার (৫ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক ইমেইল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে জরুরি ঋণ সহায়তার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন চুক্তি সই করেছেন। সে অনুযায়ী জাইকার মাধ্যমে বাংলাদেশ এ ঋণ সহায়তা পাবে। এ ঋণের সুদ হবে মাত্র ০.০১ শতাংশ।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১৩ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেয় জাপান।

Related Articles

Leave a Reply

Back to top button