বিনোদন

কোমলমতি শিক্ষার্থীদের সাথে পরীমনি

সংসার জীবন নিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পরীর। তবে মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারণায় কোনো কমতি রাখছেন না তিনি।
সিনেমাটি ছাড়পত্র পাওয়ার পর থেকেই নিয়মিত প্রচারণা করে যাচ্ছেন পরীমণি। সেই ধারাবাহিকতায় আজ (৪ জানুয়ারি) সাতসকালে পৌষের কনকনে শীতে পরীমণি হাজির হলেন রাজধানীর বি এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।
আজ (৪ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে কলেজের ছাত্রদের সাথে পরী। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে পরীকে পেয়ে সবাই বেশ খুশি, উচ্ছ্বসিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচি খন্দকার ও পরিচালক আবু রায়হান জুয়েল। সিনেমা টিম এর পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়।
সব ভুলে সিনেমায় ব্যস্ত পরীপরী পোস্টে লিখেছেন, ‘শুভ সকাল! আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর প্রধান দর্শক অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি।’
ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন,রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।
সিনেমায় পরীর জুটি বেঁধেছেন সিয়ামের সাথে। এছাড়াও অভিনয়ে আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Back to top button