
আন্তর্জাতিক
কোভিড চিকিৎসায় তিন ওষুধ ট্রায়ালের ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনায় চিকিৎসায় তিনটি ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে। ওষুধ তিনটি হলো- আর্টিসুনেট, ইমাটিনিব এবং ইনফ্লিক্সিম্যাব।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ডব্লিউএইচও। সংস্থাটির ওয়েবসাইটে এ বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্বের ৫২ দেশের ৬০০ হাসপাতালে ভর্তি থাকা কোভিড রোগীরা এ ট্রায়ালে অংশ নেবেন।
বিবৃতিতে, ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, মহামারিকে নির্মূল করতে হলে টিকার পাশাপাশি পর্যাপ্ত ওষুধেরও প্রয়োজন। এ কারণেই এ ট্রায়াল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইতোমধ্যে করোনা চিকিৎসায় তিনটি ওষুধ অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও। এগুলো হলো ডেক্সোমেথাসন, টোসিলিজুমাব ও সেরিলামাব।



