
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংবাদকর্মীদের বেতন বাড়ানোর ক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন ব্যর্থ। বেতন বাড়ানোর জন্য আরেকটি আন্দোলন করা উচিত।বুধবার (১২ মার্চ) বিকেলে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চায় সংবাদকর্মী যেন তাদের ন্যায্য বেতন পায়। কোনো প্রতিষ্ঠান ৩০ হাজারের নিচে বেতন দিলে তা বন্ধ করে দেয়া উচিত। সঙ্গত কারণ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার কোনো পত্রিকা বা টেলিভিশন বন্ধ করেনি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না। গণঅভ্যুত্থানে টেলিভিশন বা পত্রিকা নয়, মাল্টিমিডিয়া রিপোর্টাররাই অগ্রণী ভূমিকা পালন করেছে। গতকালও তারা আসল সত্য উন্মোচন করেছে। নাহলে শাহবাগের ঘটনায় পুলিশকেই দোষারোপ করা হতো। যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের ঘটনায় মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিও আন্তর্জাতিক প্রামাণ্যচিত্রের অন্যতম দলিল ছিল।