জাতীয়

‘কোথায় আমার কলিজার টুকরো, একটু খুঁজে দেন না’

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ৫২০ নম্বর কক্ষের বাহিরে ছোট্ট মেয়ের ছবি হাতে ঘুরছেন এক তরুণী। যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছেন ছবির মেয়েটিকে কেউ দেখেছেন কিনা।
কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাগনিকে খুঁজে পাচ্ছি না। আমার ভাগনির নাম আফিয়া ফেরদৌস, ও মাইলস্টোনের বাংলা ভার্ষণের তৃতীয় শ্রেণির ছাত্রী। আফিয়ার খোঁজে ওর বাবা-মা স্কুলের ধ্বংসস্তূপে হাতড়াচ্ছে, আর আমি হাসপাতালে।’
বিলাপ করে হাবিবা সুলতানা বলেন, ‘কোথাও দেখেছেন আমার কলিজার টুকরাকে। একটু খুঁজে দেন না।’
তিনি বলেন, ‘আফিয়ার খোঁজে শুরুতে উত্তরা আধুনিক হাসপাতালে যাই। সেখানে তার কোনো তথ্য পাইনি। পরে এখানে এসেছি। জরুরি বিভাগে খোঁজ নিয়েও কোনো তথ্য পাইনি। আমি ওর বাবা-মাকে কি জবাব দেব!’
উল্লেখ্য রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ।

Related Articles

Leave a Reply

Back to top button