জাতীয়

কোটা আন্দোলনে আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: সারজিস

কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসাসহ অন্যান্য দায়িত্ব রাষ্ট্র নেবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তারা।
এ সময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া, তাদের চিকিৎসার বিষয়ে ডাক্তারদের সাথে আলাপ করেন সমন্বয়করা।
সমন্বয়ক সারজিস বলেন, আহতদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে। এক্ষেত্রে দল ভাগ করে দেয়া হবে। সেভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আরেক সমন্বয়ক হাসনাত বলেন, অবকাঠামো থেকে মানুষ গুরুত্বপূর্ণ। হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরকে গুরুত্ব দেয়া হবে। প্রযোজনে তাদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বা বিদেশে নেয়া হবে। এ সময় আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান এই সমন্বয়ক।
এর আগে, বৃহস্পতিবার (৯ আগস্ট) শপথ গ্রহণের পরপরই আহতের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।

Related Articles

Leave a Reply

Back to top button