জাতীয়

কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যার বিচার দ্রুত করার দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের

সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যার বিচার দ্রুত করার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সংস্কৃতিজনেরা বলেছেন, সরকার এই নির্মম পরিস্থিতির দায় এড়াতে পারে না। সরকারকেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

‘সকল হত্যাকাণ্ডের বিচার চাই, হত্যাকারীর ক্ষমা নাই’ শ্লোগানে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কোটা আন্দোলনকে ঘিরে প্রতিটি হত্যাকাণ্ড, নাশকতা ও অগ্নিসংযোগের বিচার নিশ্চিত করে শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাত সৃষ্টি করা উচিত হয়নি বলে মন্তব্য করে তারা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দিতে হবে। দেশের সব ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনারও তাগিদ দেন সংস্কৃতিজনেরা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে কর্মসূচিতে প্রারম্ভিক বক্তৃতা করেন, দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর ফেডারেশনটির সাধারণ সম্পাদক মো: আহ্কাম উল্লাহ্। বক্তৃতা করেন, বরেণ্য সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডি অধ্যাপক নিসার হোসেন, নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি ড. নিগার সুলতানা, যাত্রাশিল্পী সংসদ এর সভাপতি মিলন কান্তি দে, চারুশিল্পী সংসদ এর সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, গ্রুপ থিয়েটার ফেডারেশন এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, বাংলাদেশ পথনাটক পরিষদ এর সভাপতি মিজানুর রহমান এবং অন্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button