স্পোর্টেইনমেন্ট

কেনিয়াকে হারিয়ে আবারো চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ দ্বিতীয় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে আবারো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হয় ফাইনাল ম্যাচটি।

প্রথমার্ধের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে ছিল ১৭-১৪ পয়েন্টের ব্যবধানে।

এরপর দ্বিতীয়ার্ধের লড়াইয়ে দুই দল কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয়নি।

দ্বিতীয়ার্ধে দুই দল সমান ১৭ পয়েন্ট করে সংগ্রহ করে। তবে প্রথমার্ধে এগিয়ে থাকায় দুইটি লোনাসহ ৩৪-৩১ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

গত বছর টুর্নামেন্টের উদ্বোধনী আসরে আফ্রিকার দেশ কেনিয়াকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button