বিনোদুনিয়া

কেটি পেরিকে পেছনে ফেলে টুইটারের সবচেয়ে জনপ্রিয় নারী রিয়ান্না

পপ তারকা রিয়ান্না এখন টুইটারের সবচেয়ে জনপ্রিয় নারী। সবচেয়ে বেশি ফলোয়ার এখন রিয়ান্নার। এর আগে, এই খেতাব ছিল কেটি পেরির। খবর: পিঙ্কভিলা।

রিয়ান্না হলেন একাধারে পারফর্মার, মিউজিশিয়ান ও ব্যবসায়ী। ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন এই তারকা। তার মাঝে টুইটারে এই কৃতিত্ব অর্জন করে শিরোনামে এলেন তারকা।

‘সোশ্যাল ব্লেড’-এর সূত্রে জানা গেছে, টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার এখন ইলন মাস্কের। দ্বিতীয় স্থানে আছেন বারাক ওবামা, তৃতীয় স্থানে জাস্টিন বিবার। এরপরেই আছে রিয়ান্নার নাম। পঞ্চম স্থানে চলে গেছে কেটি পেরির নাম।

Related Articles

Leave a Reply

Back to top button