ক্রীড়াঙ্গন

কেক কেটে টাইগারদের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উদযাপন করেন জাতীয় দলের ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আজ (১৭ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলন করে বাংলাদেশ দল।

এদিন সকাল দশটা থেকে টাইগারদের অনুশীলন শুরু হয়। এরপর অনুশীলন শেষে দুপুর একটা দিকে স্টেডিয়ামের ড্রেসিং রুম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করেন ক্রিকেটাররা। কেক কাটার মূল দায়িত্ব পালন করেন তৌহিদ হৃদয়। তার পাশে দাঁড়ান সাকিব-তামিমরা।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button