স্পোর্টেইনমেন্ট

কেকেআর’এর নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

ভারতের ঘরোয়া ক্রিকেটের স্বনামধন্য কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে সর্বশেষ আসরে দলটির কোচ হিসেবে দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম।

বুধবার (১৭ জুলাই) কেকেআরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নাইট রাইডার্সের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত চন্দ্রকান্ত পণ্ডিত জানান, কেকেআরের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। এই দলের খেলোয়াড় ও স্টাফরা খুবই আন্তরিক। তারা একটি পরিবারের মতো। তাদের সঙ্গে কাজ করব ভেবে আমি রোমাঞ্চিত।

চন্দ্রকান্ত ভারতের জাতীয় দলের সাবেক উইকেটকিপার-ব্যাটার। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল, এই ছয় বছর জাতীয় দলের জার্সিতে খেলে পাঁচটি টেস্ট ও ৩৬টি ওয়ানডেতে মাঠে নামেন তিনি। খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর তিনি ঘরোয়া ক্রিকেটে কোচিং করান। কলকাতার জনপ্রিয় রঞ্জি ট্রফিতে চারবারের শিরোপা জেতানো নায়ক চন্দ্রকান্ত পণ্ডিত।

Related Articles

Leave a Reply

Back to top button