রাজনীতি

কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দেশের সর্ববৃহৎ কৃষক সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ বুধবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ৯ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এরপর সকাল ১০টায় কৃষক লীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও কৃষকরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

মতিয়া চৌধুরী বলেন, পৃথিবীর সব দেশে শ্রমিকদের গুরুত্ব দেয়া হয়। বঙ্গবন্ধু বাংলাদেশে কৃষকদের অধিক গুরুত্ব দিয়ে কৃষক, শ্রমিক ও জনতা নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রয়াস করেছিলেন। তিনি বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীদের তাদের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button