কৃষকের কাছ থেকে ৬ লাখ টন আমন কিনবে সরকার।
ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ৬ লাখ মেট্রিকটন আমন ধান কিনবে সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠকে প্রতিকেজি ধানের দাম ধরা হয়েছে ২৬ টাকা। এছাড়া মিল মালিকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সাড়ে তিন লাখ মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে, পঞ্চাশ হাজার মেট্রিকটন আতপ চাল কেনারও সিদ্ধান্ত হয়েছে। আমন মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিলো ১ কোটি তিপান্ন লাখ মেট্রিকটন। এবার, প্রতিকেজি ধানের উৎপাদন খরচ, একুশ টাকা পঞ্চান্ন পয়সা।
কৃষককে ন্যায্য দাম দিতে সরকারের বিভিন্ন উদ্যেগ চলমান আছে। এজন্যে প্রকৃত কৃষকের তালিকাও তৈরী করা হচ্ছে। কাজটি শেষ হবে ১০ নভেম্বর।
খাদ্য মন্ত্রণালয়ে, খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটি, ধান সংগ্রহ অভিযানের তারিখ নির্ধারণ করেছে ২০ শে নভেম্বর।
খাদ্যমন্ত্রী বলেন, ধানের সঙ্গে ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন সেদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল মিলারদের মাধ্যমে সংগ্রহ করা হবে।
এখন পর্যন্ত ১২ লাখ ৭৭ হাজার ৪৪৭ টন চাল মজুদ আছে জানিয়ে তিনি বলেন, ১ ডিসেম্বর থেকে আমন চাল কেনা শুরু হবে। ধান ও চাল সংগ্রহ অভিযান শেষ হবে ২৮ েফব্রুয়ারি।
গত বছরের দামের চেয়ে এবার কমেনি দাবি করে মন্ত্রী বলেন, “এবার ধানের উৎপাদন খরচ ২১ টাকা ৫০ পয়সা। এবার আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা এক কোটি ৫৩ লাখ টন।
একই ভাবে, মিল ও চাতাল মালিকদের কাছে, পহেলা ডিসেম্বর থেকে চাল কিনবে সরকার। সংগ্রহ অভিযান চলবে, আটাইশে ফেব্রুয়ারী পর্যন্ত।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমন ধান কেনার জন্য লটারির মাধ্যমে যেসব চাষী নির্বাচিত হবেন, তারা বোরো মৌসুমে সুযোগ পাবেন না।
আসন্ন মুজিব বর্ষকে আরো প্রানবন্ত করতে, প্রতিকেজি চাল ১০ টাকা, হিসেবে খাদ্য বান্ধব কর্মসূচীর মেয়াদ পাঁচ মাস থেকে বাড়িয়ে সাত মাস করার সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচীটি, মার্চ থেকে মে আবার, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে।
এছাড়া, এবারই প্রথম ৫৬ হাজার জন গ্রাম পুলিশ খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় আসছে বলেও জানানো হয়, সংবাদ সম্মেলন থেকে।