জাতীয়
কৃষকলীগের সভাপতি সমীর, সাধারণ সম্পাদক স্মৃতি।

কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ্র চন্দ। আর সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি। তারা দুজনই গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার কৃষক লীগের দশম সম্মেলনে সমীর ও কুলসুমের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হলো। গত কমিটির সভাপতি ছিলেন মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক রেজা।
বুধবার সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী কাউন্সিল উদ্বোধন করেন। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কৃষক লীগ নতুন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে আগামী ২০-২১ ডিসেম্বর। এর আগে হচ্ছে তিন সহযোগী সংগঠন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের সম্মেলন।