জাতীয়

কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রদূতদের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

যুদ্ধ, সংঘাত ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতদের চিঠি দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে ৯টি বিষয়ের ওপর জোর দিয়েছিলেন তিনি। নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ২৯ ফেব্রুয়ারি মন্ত্রী এই চিঠি দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র সময় সংবাদকে এমন তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ৯ নির্দেশনার শুরুতেই নির্বাচন–পরবর্তী কূটনীতির প্রসঙ্গটি এসেছে।

চিঠিতে ভূরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ নিয়ে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ধারণা ও উপলব্ধি থাকতে পারে উল্লেখ করেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, সেসব উপলব্ধি ও যৌক্তিক পরামর্শগুলোকে বিবেচনায় নিয়ে পূর্ব-পশ্চিমের সব দেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার কাজ করবে।

এছাড়াও অর্থনৈতিক কূটনীতিতে জোর, অর্থনৈতিক উত্তরণের পরিক্রমায় পণ্য ও জনশক্তির বাজার সম্প্রসারণ ও বিকল্প আমদানি উৎসের সন্ধানের কথাও বলা হয়েছে।
 
সূত্র জানিয়েছে, বিনিয়োগ আকৃষ্ট করা, রোহিঙ্গা প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ, বাণিজ্যবিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন, জনকূটনীতি, অন্যান্য বৈশ্বিক ইস্যু এবং জনবল ও বাজেটের যৌক্তিক সুষমকরণের বিষয়টিও তুলে ধরেছেন মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button