জাতীয়প্রবাসে বাংলা

কুয়েতে নিজ ফ্ল্যাটে মা-মেয়ের মরদেহ

কুয়েতে দুই বাংলাদেশি নারী খুন হয়েছেন। নিহতরা সম্পর্কে মা ও মেয়ে। নিহত দুইজন হলেন- মমতা (৫৬) ও তার মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।  তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-সুয়েখ এলাকার  বহুতল একটি ভবনের নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস পুলিশের বরাত দিয়ে জানায়, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছে। এ ঘটনায় পরিকল্পিত হত্যার মামলা রেকর্ড করেছে পুলিশ।

পুলিশ জানান, ওই ফ্ল্যাটে শুধু মা ও মেয়েই থাকতেন। ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে তাদের মরদেহ পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Back to top button