জাতীয়

কুয়েতের দূতের সঙ্গে পাপুলের বিষয়ে আলোচনা হয়নি: ড. মোমেন

মানবপাচারের অপরাধে কুয়েতে আটক বাংলাদেশের সাবেক সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (১৭ অক্টোবর) ঢাকায় নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

ড. এ কে আবদুল মোমেন বলেন, নতুন রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। দেশটিতে নতুন সরকার হয়েছে, তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমরা কুয়েতের বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, কুয়েতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তারা করোনার সময় বাংলাদেশি অনেক অবৈধ কর্মীকে বৈধতা দিয়েছে।

আগামীতেও আমাদের সঙ্গে তাদের এ ভালো সম্পর্ক বজায় থাকবে, আর নানা সুবিধা বাংলাদেশের নাগরিকদের জন্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

Related Articles

Leave a Reply

Back to top button