আন্তর্জাতিক

কিম জং উন জীবিত আছেন, সুস্থ আছেন: দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মারা গেছেন না বেচেঁ আছেন এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কিন্তু এ খবর প্রতিবার-ই নাকচ করে দিচ্ছে উত্তর কোরিয়া। তারা বলছে, কিম জং উন জীবিত আছেন, ভালো আছেন। খবর সিএনএন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ উপদেষ্টা মুন চুং ইন জানান, “এ বিষয়ে আমাদের সরকারের অবস্থান দৃঢ়। কিম জং উন সুস্থ ও ভালো আছেন। তিনি ১৩ এপ্রিল থেকে ওনসন এলাকায় অবস্থান করছেন। তার কোনো সন্দেহজনক চলাচল চোখে পড়েনি।”

গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদা ও উত্তর কোরিয়ার জাতির জনকের জন্মদিন। দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হননি কিম জং উন। কিন্তু এর আগে কখনো এ অনুষ্ঠানে তিনি অনুপস্থিত থাকেননি। এরপরই শুরু হয় কিমের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ।

কিছুদিন আগে সিএনএন একজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি কিম হার্টে অস্ত্রোপচারের পর মারাত্নক অসুস্থ হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এ বিষয়ে তদন্তও শুরু করেছে।

গত সপ্তাহে উত্তর কোরিয়ায় কিম বিরোধী পক্ষ দ্বারা পরিচালিত একটি ওয়েবসাইটে প্রথম কিমের অসুস্থতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র দক্ষিণ কোরিয়ান গণমাধ্যম ডেইলি এনকেকে জানায়, তারা বুঝতে পেরেছে গত আগস্ট মাস থেকে কার্ডিওভাসকুলার সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছেন কিম। এর মধ্যে বারবার মাউন্ট পেকটুতে সফর করায় তার অবস্থা আরও খারাপ হয়েছে।

এই সূত্রের বরাত দিয়েই আন্তর্জাতিক মিডিয়া প্রতিবেদন প্রকাশ করে। এরপর মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর শিরোনাম হয়, উত্তর কোরিয়ার নেতা হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পরে গুরুতর অসুস্থ।

কিমের অসুস্থতা বিষয়ক তথ্য সঠিক নয় জানিয়ে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। এ ছাড়া চীনা গোয়েন্দা সংস্থার সূত্রে বার্তা সংস্থা রয়টার্সও এটি মিথ্যা বলে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

Related Articles

Leave a Reply

Back to top button