বিনোদুনিয়া

কিভাবে মারা গেলেন বিশ্বনন্দিত গায়ক পঙ্কজ উদাস

আন্তজার্তিক একটি সংবাদ মাধ্যমকে পঙ্কজ উদাসের ঘনিষ্ট বন্ধু অনুপ জালোটা তার মৃত্যুর পর এক সাক্ষাতকারে বলেন, যে মানুষটি এত ক্যানসার রোগীকে সাহায্য করেছেন, তিনি আজ নিজেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এটাই জীবন, তাঁর অগ্ন্যাশয় ক্যানসার ছিল। আমি গত ৫ থেকে ৬ মাস ধরে এটি জানতাম। এবং তিনি গত ২-৩ মাসে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমি বুঝতে পেরেছিলাম যে ওনার শরীর ঠিক নেই। আমি খুবই দুঃখিত যে এই রোগ তাঁর জীবন কেড়ে নিয়েছে।’

জনপ্রিয় গজল সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস গেলো সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা গেছেন। মেয়ে নায়াব উধাস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সেই শোক সংবাদ।

দীর্ঘদিন অগ্নাশয়ের ক্যানসারে ভুগছিলেন বিখ্যাত এই গজল গায়ক। মাত্র ৭২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। তাঁর প্রেমের, দুঃখের সহ সমস্ত ধরনের গান আজও ৮০-৯০ দশকের ছেলে মেয়েদের মনে গেঁথে বসে আছে। তাঁর প্রয়াণের পর সঙ্গীত জগতে যে এক বিপুল শূন্যতা তৈরি হল সেটা বলার অপেক্ষা রাখে না।

পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সংগীত দুনিয়ায় পা রাখেন।

তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়। ৮০’র দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

Related Articles

Leave a Reply

Back to top button