পুঁজিবাজার
কিছুটা চাঙ্গা পূঁজিবাজার।
দেশের পূঁজিবাজারে কিছুটা চাঙ্গাভাব ফিরেছে। সূচক বাড়ার পাশপাশি দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১১৫টির, আর ৫১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৭৭১ পয়েন্টে।
দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৬৭ কোটি ৯ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৭৩টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।