বিনোদুনিয়া

কিংবদন্তী হুমায়ুন ফরীদির চলে যাওয়ার দশ বছর

আজ হুমায়ুন ফরীদির প্রয়াণের দশ বছর। মাত্র ৬০ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন দেশের অগণিত মানুষের প্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি।

সাবলীল ও নান্দনিক অভিনয় নৈপুণ্যে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান দাপুটে এই অভিনেতা।

১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মেছিলেন হুমায়ুন ফরীদি। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম, মায়ের নাম বেগম ফরিদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে ফরীদি ছিলেন দ্বিতীয়। ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। ১৯৭০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন চাঁদপুর সরকারি কলেজ থেকে। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হন স্নাতক করতে। কিন্তু পরের বছরই মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় খাতা-কলম বাক্সবন্দি করে কাঁধে তুলে নেন রাইফেল। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে দামাল ছেলের মতো লড়াই করেছেন ফরীদি।

স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক জীবন শুরু করেন হুমায়ুন ফরীদি। এখানেই তার অভিনয় প্রতিভার বিকাশ হয়েছিল। অর্থনীতির খটমটে তত্ত্ব বাদ দিয়ে সেলিম আল দীনের কাছে নাট্যতত্ত্বে দীক্ষা নেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকতেই সদস্যপদ পান ঢাকা থিয়েটারের। এই নাট্যদল থেকেই ছড়িয়ে পড়তে থাকে তার অভিনয়ের রঙগুলো। ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাট্য সম্পাদক।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র এই তিন মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করে সমান জনপ্রিয়তা অর্জন করেন গুণী এই অভিনেতা।

ঢাকা থিয়েটারের ‘শকুন্তলা’, ‘মুনতাসীর ফ্যান্টাসি’, ‘কীর্তনখোলা’, ‘কেরামত মঙ্গল’-এর মতো মঞ্চনাটকে অভিনয় করে নিজেকে প্রস্তুত করেছিলেন। আদায় করে নেন দর্শকের ভালোবাসা। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য হিসেবে গ্রাম থিয়েটারের চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে শুধু রাজধানীতে নয়, বিভিন্ন জেলার মঞ্চেও অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন।

আশির দশকে কোথাও কেউ নেই, সংশপ্তক, ভাঙনের শব্দ শুনি, টিভি নাটকে অভিনয় করে ব্যাপক সাড়া পান তিনি। এরপর ‘৯০-এর দশকে পা রাখেন চলচ্চিত্রে জগতে। সেখানেও মুগ্ধতা ছড়ান হুমায়ুন ফরীদি। বাংলা চলচ্চিত্রে তার খলনায়কের চরিত্র যোগ করে ভিন্নমাত্রা।

২০০৪ সালে ‘মাতৃত্ব’ ছবির জন্য সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের ৪০ বছরপূর্তি উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করেন হুমায়ুন ফরীদিকে।

গুণী এই অভিনেতার উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- বীরপুরুষ, আজকের হিটলার, ভণ্ড, লড়াকু, অধিকার চাই, মায়ের অধিকার, সন্ত্রাস, দহন, দিনমজুর, বিশ্বপ্রেমিক, দুর্জয়, শাসন, আনন্দ অশ্রু, আসামি বধূ, একাত্তরের যীশু, প্রাণের চেয়ে প্রিয়, কখনো মেঘ কখনো বৃষ্টি, প্রবেশ নিষেধ, মিথ্যার মৃত্যু, ব্যাচেলর, শ্যামল ছায়া ও মেহেরজান প্রভৃতি।

Related Articles

Leave a Reply

Back to top button