আন্তর্জাতিক

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি মারা গেছেন

মারা গেছেন ভারতের জম্মু-কাশ্মীরের পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী গিলানি ।

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে শ্রীনগরে নিজের বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

উপত্যকাটিতে দীর্ঘ তিন দশকের বিচ্ছিন্নতাবাদী রাজনীতির মুখ হিসেবে পরিচিত তিনি।

গিলানির মৃত্যুতে দেশটির সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক টুইট বার্তায় জানান, ‘গিলানি সাহেবের মৃত্যুর খবরে দুঃখ পেয়েছি। আমরা বেশিরভাগ বিষয়ে একমত না-ও হতে পারি কিন্তু আমি তার অবিচলতা এবং তার বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকার জন্য তাকে সম্মান করি। মহান আল্লাহ্‌ তাকে জান্নাত দান করুন। তার পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা রইলো।’

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি মারা গেছেন

গিলানির মৃত্যুর পরই তার হায়দারপোরার বাড়িসহ পুরো উপত্যকায় নিরাপত্তা জোরদার করে প্রশাসন। নৈরাজ্যের শঙ্কায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে মুখতার আহমেদ ওয়াজাসহ হুরিয়াতের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে।

১৯২৯ সালে বারামুলায় জন্মগ্রহণ করেন সৈয়দ আলী। লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করার সময় তিনি যুক্ত হন রাজনীতির সঙ্গে। ২৭ বছর যুক্ত থাকার পর হুরিয়াত ছাড়েন সৈয়দ আলী গিলানি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ আইএসআইয়ের সঙ্গে দূরত্ব সৃষ্টির জেরে তিনি হুরিয়াত ছেড়েছিলেন।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি মারা গেছেন

 

কাশ্মীর বিধানসভার সোপোরে আসন থেকে ১৯৭২, ১৯৭৭ ও ১৯৮৭ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সৈয়দ আলি শাহ গিলানি।

 

Related Articles

Leave a Reply

Back to top button