কাশ্মীরের পাকিস্তানি অংশের দখল নিতে চায় ভারত: জয়শঙ্কর

নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেয়া বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৫ মার্চ) ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কাশ্মীর ইস্যুতে ধাপে ধাপে এগোচ্ছি। প্রথমে ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে গতি দিয়েছি, তৃতীয় ধাপে সেখানে বিধানসভা নির্বাচন হয়েছে। এখন চতুর্থ ধাপে আমাদের লক্ষ্য হলো পাকিস্তানের দখল করা জম্মু-কাশ্মীরের অংশ উদ্ধার করা।
জয়শঙ্কর বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এ ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মিরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরও স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এ লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, সেক্ষেত্রে কাশ্মির ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটিই এ সংকটের চূড়ান্ত সমাধান।
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর। সেখানে দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির মতো নানা বিষয়ে আলোচনা হয়। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে তিনি কিয়ারের কাছে নিজের মতামত ব্যক্ত করেছেন।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের শেষ রাজা হরি সিং চেয়েছিলেন, এ অঞ্চল স্বতন্ত্র থাকবে। কিন্তু পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে তিনি ভারতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেন।
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর জম্মু-কাশ্মীরের ৪৩% ভারতের, ৩৭% পাকিস্তানের এবং ২০% চীনের দখলে চলে যায়। ভারতের অধীনে থাকা অংশে ৩৭০ ধারা অনুযায়ী স্বায়ত্তশাসন ছিল, যা ২০১৯ সালে বিজেপি সরকার বাতিল করে।
জয়শঙ্করের বক্তব্যের পর দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ পদক্ষেপ পাকিস্তান-ভারতের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।