অপরাধ-আদালত
কারাদণ্ডের তিন ঘন্টার মধ্যে জামিন পেলেন সেই বিচারক

ফারজানা আফরিন:
আদালত অবমাননার দায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড পাওয়ার তিন ঘন্টা পর আপিলের শর্তে ৩০ দিনের জামিন পেয়েছেন কুমিল্লার সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
তার আইনজীবী শাহ্ মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই জামিন আদেশের ফলে সোহেল রানাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে না।
এর আগে আদালত অবমাননার দায়ে অধস্তন আদালতের এই বিচারককে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন একই বেঞ্চ।