জাতীয়জেলার খবর

কারাগারে আসামিকে গাঁজা দিতে এসে আটক যুবক

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসামিকে গাঁজা দিতে এসে কারারক্ষীদের হাতে  ধরা পড়েছেন এক যুবক। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় তাকে কারা অভ্যন্তরে আটক করা হয়।

ওই যুবক কুমিল্লার বাদশা মিয়ার বাজার এলাকার জোলমত মিয়ার ছেলে মো. শান্ত। কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের হাজতি বন্দি নং-৪০০১/২৪ মোতালেব হোসেনকে দেওয়ার জন্য একজোড়া চামড়ার জুতা ও কাপড় কারা ক্যান্টিনের দায়িত্বরত কারারক্ষী মো. মাসুদের কাছে নিয়ে আসে শান্ত নামের ওই যুবক।
কারারক্ষী মাসুদ তাকে সন্দেহজনক মনে হলে পাশের কারারক্ষী মো. সাইফুল ইসলাম সানিকে জুতা জোড়া দেখান। পরবর্তী জুতাসহ অভিযুক্ত দর্শনার্থী শান্তকে রিজার্ভ গার্ডে নিয়ে আসা হয়। এ সময় জুতার নিচের অংশ খুলে সাদা পলিথিন মোড়ানো তিন প্যাকেট গাঁজা পায় কারারক্ষীরা।

সিনিয়র জেলসুপার হালিমা খাতুন জানান, দুইজন এসেছেন জুতা নিয়ে। সন্দেহ হলে আরেকজন পালিয়ে যান। জুতা থেকে ৯১ গ্রাম গাঁজা পাওয়া যায়। হাজতি মোতালেব হোসেন মাদক মামলায় কারাগারে এসেছেন। তাকে আলাদা সেলে রাখা হয়েছে। অভিযুক্ত দর্শনার্থীর বিরুদ্ধে মামলার কাজ প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Back to top button