আন্তর্জাতিকসাহিত্য ও বিনোদন

কাবুলে অভিনেত্রী-পরিচালককে গুলি

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির একজন প্রখ্যাত অভিনেত্রী ও প্রথম দিককার চলচিত্র পরিচালক সাবা সাহরকে গুলি করেছে বন্দুকধারীরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪৪ বছরের সাবার আঘাত কতটা গুরুতর বা তার প্রাণহানির আশঙ্ক আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসির অনলাইন প্রতিবেদনে জানা যায়, সাবা মঙ্গলবার গাড়িতে করে কাজে যাচ্ছিলেন। হঠাৎ করেই তিন বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রৃকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সাবার স্বামী ইমাল জাকি বলেন, পশ্চিম কাবুলে তাদের বাড়ির কাছেই গুলির এ ঘটনা ঘটে। গাড়িতে সাবা ছাড়াও এক শিশু ও দু্ই দেহরক্ষী ছিলেন। গুলিতে দেহরক্ষীরা আহত হয়েছেন। তবে শিশুটি এবং গাড়িচালক অক্ষত আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button