অন্য খবর
কানের লাল গালিচায় নজর কাড়লেন বাঁধন

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার জায়গা করে নেয়া বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির কলাকুশলীরা, আমন্ত্রিত অতিথি হিসেবে লালগালিচার সম্মান পেয়েছেন।
শুক্রবার (৯ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে পালে দো ফেস্টিভ্যাল ভবনের সামনে সামনে লালগালিচা হাঁটেন তারা।
এ সময় পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ ‘রেহানা মরিয়ম নূর’র প্রযোজক জেরেমি চুয়া, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন ও একজিকিউটিভ প্রোডিউসার বাবু উপস্থিত ছিলেন।
কানের লাল গালিচায় আজমেরী হক বাঁধনের উপস্থিতি নজর কেড়েছে সবার। কাঁধখোলা ছাইরঙা গাউনে পরে লালগালিচায় জ্যোতি ছড়ান এই অভিনেত্রী।
