ক্রীড়াঙ্গনবিনোদুনিয়া

কাতার বিশ্বকাপ মাতাবেন ‘দিলবারখ্যাত’ নোরা ফাতেহি

এবার ফিফা বিশ্বকাপে মাতাবেন নোরা ফাতেহি। ফিফা মিউজিক ভিডিওতে পারফর্ম করতে দেখা যাবে তাকে।

পিংক ভিলার এক প্রতিবেদন অনুসারে, আসন্ন কাতার বিশ্বকাপ আয়োজনে নাচবেন মরোক্কান সুন্দরী নোরা।

কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে নোরার জন্য গান তৈরি করেছে ‘রেড ওয়ান’। যারা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানও প্রযোজনা করেছি।

জেনিফার লোপেজ ‘ওলে ওলা’ শিরোনামে ২০১৪ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান গেয়েছিলেন। এর পর ‘লা লা লা’ গানটিও প্রযোজনা করেছিল ‘রেড ওয়ান’।

পিংক ভিলা বলছে, শুধু নাচই নয়; কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও হিন্দিতে গান গাইবেন নোরা। ফিফা অ্যান্থেম বা মূল সংগীতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এ নৃত্যশিল্পী। এ বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম বারের মতো প্রতিনিধিত্ব করবেন নোরা ফাতেহি।

উল্লেখ্য, জন্মসূত্রে নোরা ফাতেহি একজন মরোক্কান। কর্মজীবন শুরু করেছিলেন কানাডায়। মুম্বাইয়ে এসে ফিল্মে নিজের ক্যারিয়ার শুরু করেন নোরা।

বলিউডে আইটেম গার্ল হিসেবে একেক সময় একেক সুন্দরী ঝড় তোলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি কুড়িয়েছেন এ গ্ল্যামার কুইন।

Related Articles

Leave a Reply

Back to top button