ক্রীড়াঙ্গন

কাতার বিশ্বকাপ টিকিটের জন্য ১৭ মিলিয়ন আবেদন

চলতি বছরের ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপের ২২তম আসর। এবারের আসরের টিকিটের জন্য আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে ৮ ফেব্রুয়ারি ।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, কম্পিউটার লটারির মাধ্যমে বিজয়ীদের নাম আগামী ৮ মার্চ প্রকাশ করা হবে।

কাতার বিশ্বকাপের জন্য ১৭ মিলিয়ন টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ফিফা। তবে সাবস্ক্রাইব করেছে পাঁচ গুণেরও বেশি। শুধুমাত্র ফাইনালের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১৮ লাখ।

আন্তর্জাতিক দর্শকদের জন্য ফাইনালের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৬০০ মার্কিন ডলার। কাতারি বাসিন্দাদের সঙ্গে সেখানকার অভিবাসী শ্রমিকরাও স্বল্প মূল্যে টিকিট ক্রয় করতে পারবে। যার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১১ মার্কিন ডলার।

৮০ হাজার আসনের লুসাইল স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। কাতারের বাসিন্দাদের জন্য ফাইনালের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৬৫ মার্কিন ডলার থেকে ১৬০০ মার্কিন ডলারের মধ্যে। এছাড়া সবচেয়ে বেশী চাহিদা দামী টিকিটের। ফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০০ মার্কিন ডলার।

টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব ও অন্যান্য বাণিজ্যিক খাত থেকে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশী আয় করার আশা করছে ফিফা।

Related Articles

Leave a Reply

Back to top button