ক্রীড়াঙ্গন
কাতার বিশ্বকাপ জেলে বসে কাটবে নেইমারের!

কাতার বিশ্বকাপের অন্যতম আকর্ষন হচ্ছেন নেইমার। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে কর ফাঁকির অভিযোগ উঠেছে ব্রাজিল এই তারকার বিরুদ্ধে। আর সেই মামলার বিচার করা হবে আগামী ১৭ অক্টোবর। যেখানে তার আর্থিক জরিমানাতো থাকবেই, সেই সঙ্গে থাকবে ২ বছরের জেল।
স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, ২০১৩ সালে ব্রাজিল থেকে যে স্পেনে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায় নাম লিখিয়ে, সেই দলবদলের কর ফাঁকি দিয়েছেন নেইমার। সে কারণেই পিএসজি তারকার দুই বছরের জেল আর ৯৬ কোটি টাকা জরিমানা চান তারা।’
স্প্যানিশ পত্রিকা এল পাইস জানায়, আগামী ১৭ অক্টোবর শুনানি হবে এই মামলার। তার জন্য নেইমারকে যেতে হবে বার্সেলোনায়। প্রসিকিউশনের বিশ্বাস, সব মিলিয়ে নেইমারের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় ৮০ কোটি ৮ লাখ টাকা কর ফাঁকি দিয়েছেন।