ক্রীড়াঙ্গন

কাতার বিশ্বকাপের পর্দা নামছে আজ

কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ।

আজ রাত ৯টায় আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দিয়ে শেষ এবারের গ্রেটেস্ট শো অন আর্থ।

এবার আর্জেন্টিনা-ফ্রান্স এ দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুযোগ। মেসির ট্রফি জয়ে হবে তার ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ। আর ফরাসিদের সামনে টানা দুই শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ।

মেসির সামনেও রয়েছে ইতিহাসের গড়ার হাতছানি। এই ম্যাচে নামলেই একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।

এমনিতেই শুধু মেসিকে সঙ্গ দিতে দলের সঙ্গে থাকছেন তার বন্ধু সার্জিও আগুয়েরো। করছেন দলের সঙ্গে অনুশীলনও। থাকছেন মেসির সঙ্গে একই রুমে; যেমনটা সবসময় করে এসেছেন এই দুই বন্ধু।

জানা গেছে, মেসি-আলভারেজদের সঙ্গে ডি মারিয়া প্রথম একাদশে খেলবেন তা নিশ্চিত। কার্ড জটিলতা কাটিয়ে মার্কাস আকুনা আর গঞ্জালো মন্টিয়েল ফিরবেন মূল একাদশে। একমাত্র পাপু গমেজকে নিয়ে কিছুটা চিন্তা আছে। গোড়ালির ইনজুরির কারণে।

তবে দুশ্চিন্তায় ফাইনালের আগে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ভাইরাসে আক্রান্ত হওয়ায় নিয়মিত সেন্টারব্যাক রাফায়েল ভারান ও ইব্রাহিমা কোনাতে করেননি অনুশীলন। এর আগে আরেক ডিফেন্ডার উপামেকানো, মিডফিল্ডার রাবিতে ও কিংসলে কোমানরাও সপ্তাহের শুরুতে অসুস্থ হওয়ায় গতদিনও অনুশীলনে দলের সঙ্গে যোগ দিতে পারেনি।

করিম বেনজেমা এখনো ফ্রান্সের বিশ্বকাপ দলের অংশ। বিশ্বকাপ দলে ছিলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। কিন্তু ইনজুরির কারণে দলের ক্যাম্প ছেড়ে কাতার থেকে দেশে ফিরে যান তিনি। পরে ক্লাবের ক্যাম্পে গিয়ে পূর্ণ ফিটনেসেও ফিরেছেন তিনি। ফ্রান্স বিশ্বকাপ জিতলে মেডেলও পাবেন ফ্রান্সম্যান।

Related Articles

Leave a Reply

Back to top button