কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের চূড়ান্ত সূচি

শেষ হলো কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। শেষ ষোলো থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী ম্যাচ নম্বর ৪৯-এর বিজয়ী নেদারল্যান্ডস মুখোমুখি হবে ম্যাচ নম্বর ৫০-এর বিজয়ী আর্জেন্টিনার। অন্যদিকে, ম্যাচ নম্বর ৫১-এর বিজয়ী ফ্রান্স মুখোমুখি হবে ম্যাচ নম্বর ৫২-এর বিজয়ী ইংল্যান্ডের। জাপানকে টাইব্রেকারে হারানো ক্রোয়েশিয়া ম্যাচ নম্বর ৫৩-এর বিজয়ী হিসেবে কোয়ার্টারে পেয়েছে ম্যাচ নম্বর ৫৪-এর বিজয়ী উড়তে থাকা ব্রাজিলকে। দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে ম্যাচ নম্বর ৫৫-এর বিজয়ী মরক্কো মুখোমুখি হবে ম্যাচ নম্বর ৫৬-এর বিজয়ী পর্তুগালের।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই:
৯ ডিসেম্বর: ব্রাজিল-ক্রোয়েশিয়া, রাত ৯টা, দোহা
৯ ডিসেম্বর: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, রাত ১টা, লুসাইল
১০ ডিসেম্বর: মরক্কো-পর্তুগাল, রাত ৯টা, দোহা
১০ ডিসেম্বর: ইংল্যান্ড-ফ্রান্স, রাত ১টা, আল খোর