
ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ওয়ারী বিভাগে অবস্থিত কাচ্চি ভাইসহ ৩১টি আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।
সোমবার (৪ মার্চ) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে তার নেতৃত্বে বিকেল ৩টা ৪৪ মিনিটে এ অভিযান শুরু হয়।
উল্লেখযোগ্য যেসব রেস্টুরেন্টর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে তার মধ্যে -কাচ্চি ভাই, আরেঞ্জ ক্যাফে, সেফ তায়েফ, গোলডেন সান চাইনিজ রেস্টুরেন্ট, সাংহাই চাইনিজ রেস্টুরেন্ট, গ্রিন সিজন রেস্টুরেন্ট, আল মদিনা হোটেল, ফুড প্যালেস রেস্টুরেন্ট, আতিয়া রেস্টুরেন্ট, অরকিড গার্ডেন ও সিটি ল্যান্ড রেস্টুরেন্ট প্রমুখ।