ক্রীড়াঙ্গন

কাঙ্খিত সেই বিশ্বকাপ অবশেষে মেসির হাতে!

৩৬ বছর অপেক্ষার পর স্বপ্নপূরণ; টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে মেসির হাতে এলো কাঙ্খিত সেই বিশ্বকাপ।

১৯৮৬ সালে মারাদোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিয়ানরা। এরপর দীর্ঘ বছরের অপেক্ষার পর স্বপ্নের জয়ে উল্লাসে মেতেছে মেসির আর্জেন্টিনা।

মারাদোনার মেয়ের প্রত্যাশা পূরণ করলেন মেসি। সেসঙ্গে গোটা আর্জেন্টিনা ভক্তদেরও ভাসালেন বাঁধভাঙা আনন্দের জোয়ারে।

এর আগে, রাত ৯ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে নামে আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৮ মিনিটে দারুণ এক গোলে আবারও আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। কিন্তু রোমাঞ্চের তখনও শেষ নয়। আবারও ফ্রান্সের ত্রাণকর্তা কিলিয়ান এমবাপ্পে। ১১৬ মিনিটে ডি বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন আর্জেন্টাইন ডিফেন্ডার মন্তিয়েল। পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে প্রথম হ্যাটট্রিক, কিন্তু তা ভেস্তে গেল টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটে গোল করেন এমবাপ্পে ও মেসি। ফ্রান্সের হয়ে দ্বিতীয় শট নেওয়া কোমানকে ঠেকিয়ে দেন মার্তিনেস। অন্য দিকে জাল মিস করেননি আর্জেন্টিনার পাওলো দিবালা। তৃতীয় শট নিতে এসে পোস্টের বাইরে অরেলিয়ে চুয়ামেনি। আর্জেন্টিনার হয়ে লেয়ান্দ্রো পারদেস গোল করলে আবারও পিছিয়ে যায় ফ্রান্স। চতুর্থ শটে কোলো মুয়ানি গোল করলেও আর্জেন্টিনাকে স্বপ্নের বিশ্বকাপ এনে দেওয়ার মুহূর্তটা আজীবন মনে রাখবেন গনসালো মন্তিয়েল।

Related Articles

Leave a Reply

Back to top button