জেলার খবর

কাঙ্খিত রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দেশে ফেরার কথা কেউ বলে না!

সাদ্দাম হোসাইন, কক্সবাজার :  প্রতিনিধি
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ধামাচাপা পড়েছে বহুল কাঙ্খিত রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। তাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শংকিত হয়ে পড়েছেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। প্রত্যাবসন ইস্যুতে মিয়ানমার বার বার প্রতিশ্রুতি ভঙ্গ করায় দেশে ফিরে যেতে আবারো আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছে এসব রোহিঙ্গা। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী’ও মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনছেন।

কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহ ও মমতাজুল হক। গত ৭ বছর ধরে স্বদেশে ফেরার ইচ্ছায় ত্রিপলের নিচে কঠিন জীবন পার করছেন। কিন্তু এখনো স্বদেশ মিয়ানমারে ফেরার সুযোগ হয়নি। তাদের দু’জনের দাবি; ৭ বছর ধরে ত্রাণ পেলেও কবে মিয়ানমারে ফিরতে পারবে তা কেউ বলছে না।

করিম উল্লাহ (৬০) নিউজনাউ বাংলাকে বলেন, ত্রাণ সহায়তা ঠিক মতো পাচ্ছি কিনা জিজ্ঞেস করে। কিন্তু প্রত্যাবাসন ইস্যুতে কিছুই বলে না ত্রাণ দাতা সংস্থার কর্তারা।

মমতাজুল হক (২২) বলেন, ক্যাম্পে ডব্লিউএফপি, ইউনিসেফ, ইউএন আছে তারা ঠিক মতো খাদ্যগুলো দিচ্ছে। কিন্তু দেয়ার সময় স্বদেশ মিয়ানমারে ফিরে যাওয়ার কথা কেউ বলে না।

শুধু করিম বা মমতাজুল হক নন; কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২ টি ক্যাম্পে বসবাসরত অনেক রোহিঙ্গার দাবি, তাদের নিয়ে বাণিজ্য করছে। কিন্তু নিজদেশ মিয়ানমারে ফেরাতে কেউ কার্যকর কোন উদ্যোগ নিচ্ছে না।
ক্যাম্প-১৯ এর বাসিন্দা কাশেম বলেন,  খাদ্য দিয়ে ক্যাম্পে আমাদের ভিখারি বানিয়ে রেখেছে। আমরা আমাদের দেশে চলে যেতে চাই। কিন্তু নিয়ে যাচ্ছে না।

ক্যাম্প-১৩ এর বাসিন্দা ইদ্রিস বলেন, আমাদেরকে নিয়ে সবাই ব্যবসা করছে। কিন্তু মিয়ানমারে ফেরত পাঠানোর কোন চিহ্ন নেই। আমাদের দেশে চলে যেতে খুব বেশি ইচ্ছে করছে। এখানে ত্রিপলের মধ্যে বেশি কষ্ট পাচ্ছি।

একই সঙ্গে দিলদার বলেন, মিয়ানমার থেকে এসেছি ৭ বছর হচ্ছে। এসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক এসে আমাদের দেখে গেছে। কিন্তু তারা আমাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে কিছুই করছে না।
আরেক রোহিঙ্গা সলিম বলেন, আমাদেরকে নিয়ে ব্যবসা করছে, ফায়দা হাসিল করছে। কিন্তু সবাই আমাদের লোকসান করছে। আমরা জাতিসংঘে অনুরোধ করছি, দ্রুত যাতে আমাদের দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে ব্যবস্থা নেয়।

এদিকে রোহিঙ্গা নেতার দাবি, আন্তর্জাতিকভাবে মিয়ানমারেরর ওপর চাপ প্রয়োগ করে দ্রুত স্বদেশে ফেরাতে প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যবস্থা করার।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, আমাদের জন্য টাকা-পয়সা খরচ না করে শুধুমাত্র একটি কাজ করেন, মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে যতটুকু চাপ প্রয়োগ করা প্রয়োজন তা করে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করেন। এটায় আমাদের অনুরোধ সকলের কাছে।

আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমার বারংবার কথা দিয়ে কথা রাখছে না। চুক্তির জন্য মিয়ানমারেও গিয়েছি, তালিকাও প্রেরণ করেছি। কিন্তু মিয়ানমার কথা দিয়ে কথা রাখছে না। তবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রত্যাবাসন ইস্যুতে কাজ করে যাচ্ছি।

প্রত্যাবাসন ইস্যুতে দু’দেশের মধ্যে চুক্তি হলেও এখনো পর্যন্ত মিয়ানমারের নানা ছলচাতুরীতে তা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button