জাতীয়

কাঁদলেন পরীমণি!

ঈদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কাঁদলেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। তার কান্নার কারণ অভিনেতা শরীফুল রাজ।

ব্যক্তিগত জীবনে স্বামী হিসেবে অভিনেতা শরীফুল রাজের নাম অনেক আগেই মুছে দিয়েছেন পরী। তবে এখনও কিছু স্মৃতি অভিনেত্রীকে কষ্ট দেয়।

একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরী। এর আগে একই অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় রাজকে নিয়ে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানে সেই ভিডিওর অংশবিশেষ দেখানো হলে জলে ভরে ওঠে এই অভিনেত্রীর চোখ।

নিজেকে সামলিয়ে পরী তখন বলেন, ‘আমার জীবনের সুন্দর মুহূর্তের একটি এটি। ওই সময় মানুষটা ফেরেশতার মতো ছিল। এখন পুরোই আলাদা।’

 

পরী আরও বলেন, ‘কোনো মুহূর্তকে মমি করে রাখতে চাইলে গর্ভকালীন সময় আর পাশে থাকা সে মানুষটার মুহূর্তকেই মমি করতে চাইব আমি।’

এক বছর পেরোতে চলল পরী ও রাজের বিচ্ছেদের। কেন দুজনের পথ দুদিকে বেঁকে গেল, কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কে ছিল কি না, এমন প্রশ্ন পরীর দিকে ছুড়ে দিলে পরী বলেন, ‘সে বিষয়ে কথা বলতে গেলে আবার সালিশ-বিচার শুরু হবে। তাই এটা নিয়ে আর কথা বলতে চাই না।’

প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমার সেটে অভিনয় করতে গিয়ে অভিনেতা শরীফুল রাজের প্রেমে পড়েন পরী। ভালোবেসে তাকে বিয়েও করেন। সুখের সংসারে আসে একমাত্র ছেলে পদ্ম।

কিন্তু তারপরই বেজে ওঠে বিচ্ছেদের সুর। এখন রাজ ছাড়া বাকি জীবন কাজ আর সন্তান নিয়েই ব্যস্ত থাকতে চান ঢালিউডের আবেগী অভিনেত্রী পরীমণি।

Related Articles

Leave a Reply

Back to top button