অর্থ বাণিজ্যজাতীয়
কাঁচা চামড়া রপ্তানি হলে দেশি চামড়া শিল্প হুমকির মুখে পড়বে: বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন
কাঁচা চামড়া রপ্তানি হলে দেশি চামড়া শিল্প হুমকির মুখে পড়বে বলে মনে করছে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন। বুধবার সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনটির সভাপতি শাহিন আহমেদ।
তিনি বলেন, চামড়া শিল্প নগরী তে ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। এ সিদ্ধান্ত প্রত্যাহারে দাবি জানান তারা।
ট্যানাররা বলছেন তারা লবন যুক্ত চামড়া কেনেন, ফলে বাজারে কারসাজি করার সুযোগ ট্যানারি মালিকদের নেই।
কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দিলে আড়তদাররাই লাভবান হবে। মওসুমী এবং প্রান্তিক ব্যবসায়ীরা লাভ পাবে না।বকেয়া টাকার দোহাই দিয়ে একটি মহল অতি মুনাফা করছে বলেও অভিযোগ করেন তারা। চামড়ার গুনগত মান বজায় রাখতে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক জবাই খানা করার সুপারিশ করেন তারা।