বিনোদনসাহিত্য ও বিনোদন

কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল

অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা পুরস্কার পেলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

কলকাতায় রোববার (৩ ডিসেম্বর) এক জমকালো আয়োজনে তার হাতে এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা পুরস্কার তুলে দেন টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত।’

তিনি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।’

‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুইবাংলার সাড়া জাগানো এই অভিনেতা।

এর আগে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনুস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button