সাহিত্য ও বিনোদন

কলকাতার দুই শিল্পীর উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে গান

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতার দু’জন সঙ্গীতশিল্পী। তাদের যৌথ উদ্যোগে সাতটি দেশ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে গান করা হচ্ছে।

তারা হলেন- গায়ক ও সঙ্গীত পরিচালক চিরন্তন ব্যানার্জী এবং আবৃত্তিশিল্পী ও গীতিকার শুভদীপ চক্রবর্তী।

ইতোমধ্যে বাংলাদেশের গানটি প্রকাশিত হয়েছে। এর শিরোনাম ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার খ্যাতিমান সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী ও কানাডা প্রবাসী গায়িকা ফারহানা শান্তা। গানটির ভাবনা ও কথা শুভদীপের। সুর ও সঙ্গীতায়োজন করেছেন চিরন্তন ব্যানার্জী।

গানটির মুখ- ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর/ তোমার দু’চোখে দেখা স্বপ্ন এ বুকে নিয়ে আমি চলি দূর-বহুদূর/’

Related Articles

Leave a Reply

Back to top button