আন্তর্জাতিককরোনা

করোনা রোধে মডার্নার টিকা প্রায় ৯৫ শতাংশ কার্যকর

সহস্রাধিক মানুষের দেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে সফল হওয়ার দাবি করেছে মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্না । তারা বলছে, তাদের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর।

সোমবার (১৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলে মডার্না জানিয়েছে।

ভ্যাকসিনটির পরীক্ষার তৃতীয় ধাপে মডার্না যুক্তরাষ্ট্রের ৩০ হাজার মানুষের দেহে ভ্যাকসিনটি পুশ করে। এর মধ্যে অর্ধেককে চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হয়। তবে পূর্ণাঙ্গ ফলাফল না আসা পর্যন্ত ভ্যাকসিনটির কার্যকারীতা নিয়ে পুরোপুরি নিশ্চত হওয়া যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Back to top button