
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে করোনা ভাইরাস মোকাবিলায় প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দিচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির প্রধান কার্যালয় এ ঋণ অনুমোদন করে। ‘দ্য কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্ট প্রজেক্ট’র আওতায় এই ঋণ দিচ্ছে এডিবি।
এই অর্থ কী কী খাতে খরচ করা যাবে তাও সুনির্দিষ্ট করে দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে এডিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেস্টিং কিট ও অন্য যন্ত্রপাতি ক্রয়, মেডিক্যাল অবকাঠামো উন্নতকরণ এবং সমাজে নজরদারি, রোগ বিস্তার প্রতিরোধ ও মহামারি সময়ে করণীয় পদক্ষেপ নিতে প্রশিক্ষণের জন্য এই সহায়তার অর্থ ব্যয় করা যাবে। এই সহায়তা প্রকল্পের অর্থ দিয়ে দেশের ১৭টি মেডিক্যাল কলেজে আইসোলেশন ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করা হবে। পাশাপাশি কোভিড-১৯ পরীক্ষা করতে পারে এমন অন্তত ১৯টি ল্যাব উন্নত করা হবে।
তারা বলছে, এই ঋণের ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে চিকিৎসা সামগ্রী ও করোনা পরীক্ষার কিট কেনা এবং চিকিৎসা খাতের অবকাঠামো উন্নত করতে পারবে বাংলাদেশ।
ফলে আইসোলেশন ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ (সিসিইউ) ১৭ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনা, অন্তত ১৯টি করোনা পরীক্ষার ল্যাবরেটরির মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস সুবিধার উন্নয়ন করা, কমপক্ষে ৩ হাজার ৫০০ স্বাস্থ্যখাতে কর্মরতদেরকে প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যখাতে আরও অনেক চিকিৎসক ও কর্মী নিয়োগ দিতে পারবে সরকার।
এ বিষয়ে এডিবির ভাইস-প্রেসিডেন্ট শিজিন চেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক খাতের উন্নয়নে বেশ সফল। করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের পাশে আমরা আছি। আমাদের এই প্রকল্প করোনা মোকাবিলায় বাংলাদেশে জরুরিভিত্তিতে স্বাস্থ্য সরঞ্জাম, চিকিৎসা সামগ্রী ও ডায়গনোস্টিক সিস্টেম সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে।