জাতীয়

করোনা মোকাবিলায় মোদীর প্রস্তাবে শেখ হাসিনার সমর্থন

করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে আলোচনায় বসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৩ মার্চ)  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এই তথ‌্য জানান।

শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসে রীভা গাঙ্গুলি দাশ। বৈঠকে ভারতীয় হাইকমিশনার করোনা ভাইরাস ইস্যুতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের ভিডিও কনফারন্সে বসার প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে আব্দুল মোমেন সংবাদমাধ্যমকে বলেন, ‘সার্কভুক্ত সব রাষ্ট্রের জন্যই সমান চ্যালেঞ্জ করোনা ভাইরাস। আমরা ভারতের উদ্যোগে ভিডিও কনফারেন্সে যোগ দিতে আগ্রহী।  এই বিষয়ে আমাদের আপত্তি নেই।’

সার্কের সব সদস্য রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানও এ কনফারেন্সে যোগ দেবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরের পর করোনা ভাইরাস ঠেকাতে নরেন্দ্র মোদি এক টুইটে সার্কভুক্ত সব দেশের রাজনৈতিক নেতাদের ভিডিও কনফারেন্সে বসার আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

Related Articles

Leave a Reply

Back to top button