জাতীয়

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সাধ্যমতো সহায়তা করবে ভারত

ভারত করোনা মোকাবিলায় বাংলাদেশকে সাধ্যমতো সহায়তা করবে বলে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে পরিদর্শন ও ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত ভারতের সাত সেনা সদস্যের স্মৃতিফলক উন্মোচনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারত খুবই কাছাকাছি থেকে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা এখন বাংলাদেশের জন্য সাধ্যমতো সব কিছুই করবো।

জানান, এরই মধ্যে ভারত বাংলাদেশকে টিকা, অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও আমরা আমাদের চিকিৎসা এবং স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বিনিময়ে বদ্ধপরিকর।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, জাতি ধর্ম নির্বিশেষে কুমুদিনী হাসপাতাল যেভাবে মানসম্পন্ন সেবা দিয়ে যাচ্ছে, আমি তার জন্য এর প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শম্পা সাহা, পরিচালক মহাবীর পতি, পরিচালক একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মনসুর মুসা, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক, কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button